ধরাধামে এক অদৃশ্য মহাজগতের অধিপতি তুমি,
হাসি-আনন্দে তোমার হৃদয় আন্দোলিত হয়, 
দুঃখ-বেদনায় মন বিমর্শ হয়ে যায়! 
কোনো নতুন ভাবনা নিভৃতে মনকে বিভাসিত করে, 
অপরূপ দৃশ্য অবলোকনে চিত্তোৎকর্ষিত হয়,
বাতাসের আঁচ পেলেও স্পর্শকাতর হৃদয় নেচে ওঠে। 


এসব অনুভূতিগুলোকে ধরে রাখো-দিন মাস,
শতাব্দী, জন্ম জন্মান্তর, প্রজন্ম থেকে প্রজন্ম,
তুমি চাও সবাই উপলদ্ধি করুক, 
তোমার চোখ দিয়ে সবাই দেখুক,
তোমার মত করে সবাই ভাবুক। 


তুমি বাস্তবতাকে অবলোকন করো,
সময়ের পরিক্রমায় ভাবনার স্তর, দৃশ্যপট অতীত হয়,
সবকিছু মুছে যায়, পার হয় জন্ম জন্মান্তর, 
শুধু থেকে যায় তোমার অদৃশ্য মহাজগতে, 
তা থেকে সৃষ্টি হয় ভিন্ন ভিন্ন নতুন জগতের, 
একটি প্রদীপ থেকে হাজার প্রদীপ জ্বালানোর সাদৃশ্য, 
একই আগুন যেখানে যেমন বাতাসের স্তর 
সেখানে তেমন আলোকিত করে। 


রচনা : ১২.১২.২০১৪ খ্রিঃ