আমি হিমালয়ের মতো কঠিন, দুর্বার
মৃত্যু ভয়ও করতে পারে না চুরমার!
কিন্তু আমি অহেতুক মাকড়সার জালে
হিংসা, অবিশ্বাস, ঘৃণা, স্বার্থপরতা, জেদ
প্রতিহিংসা ,প্রতারণা, লাঞ্ছনা, বঞ্চনা,
অহঙ্কার, পরশ্রীকাতরতা, ছলনা, অবজ্ঞা
ও মারাত্মক ভুল বুঝাবুঝির শিকার!
এ নাজুক পরিস্থিতি হতে বের হবার
কোন উপায় জানা নেই তো আমার!
আমি একটি সূতো ছাড়াই সাথে সাথে
আরও দশটিতে জড়াই চক্রবৃদ্ধিহার।
আমি নির্ভীক, আফসোস নেই, আমার
বিরুদ্ধে চলে যাক সব মানুষ দুনিয়ার।
একজন বিশ্বাসী মানুষের আন্তরিকতা
এথেকে আমাকে করতে পারে উদ্ধার।
সে অন্তরঙ্গ মানুষটাও যদি ভুল বোঝে
তাহলে কেউই থাকে না অবশিষ্ট আর।
আমি হিমালয় কেনো, আমি যদি সমগ্র
পৃথিবী হই আমার নেই কোনো নিস্তার!