কখনো নিজের অজান্তে নিজেকেও ভুলে যাই
হঠাৎ অবচেতনে মনে হয় আমি কি আর নাই?
আমিশূন্য এই পৃথিবী নিভৃতে করি অনুভব
আকাশ বাতাস প্রকৃতি কেমন থমথমে যেন সব!


আমি তো এই আছি, তাহলে হারিয়ে গেলাম কোথায়?
হারিয়ে যাওয়া দেখতে চারপাশ নিঝুম হল বোধহয়!
মনকে বুঝাই সব ঠিক আছে, এসব বুঝার ভুল
তাহলে আমি কোন্ জগতে হয়েছিলাম মশগুল?


আবার ভাবি হারিয়ে গেলাম কেউ খুঁজলো নাতো
নিজকে নিজেই বয়ে বেড়াই কেউ বুঝলো নাতো!
আবার ভাবি কখনও হয়ত ঝড়ে খড়-কুটোর মত
আমিও একদিন ঠিকানাহীন হারিয়ে যাবো সতত।


কখনো ভাবি একাই আছি পৃথিবী ধু-ধু ফাঁকা
কার কাছে দুটি কথা বলি, হৃদয় করে খা খা।
কখনো ভাবি পৃথিবীর বুকে আমি এক জঞ্জাল
বন্ধ্যাবৃক্ষ, বৃথা দখল করে আছি স্থান ও কাল।


কখনো ভেবে অস্থির হই কিভাবে বেঁচে আছি?
সম্বিৎ ফেরাতে শৈশবের কাছে কৌশলে কিছু যাঁচি।
শৈশব কিছু স্নিগ্ধতা নিয়ে দুয়ারে হাজির হয়
তখন এ মন এক লহমা থাকে বেশ মধুময়।


কখনো কখনো নিজকে ভেবে আঁৎকে উঠি কেঁপে
শুধু নিজের জগৎ সঙ্গী আছে ক্লান্তির ঘাড়ে চেপে।
এসব কি! প্রলাপ! কল্পনা! কেন এমন  হাহুতাশ
নাকি হলুদ খামে চিঠি পাওয়ার আগাম পূর্বাভাস!


রচনা : ২৫.১১.২০১৪ খ্রিঃ