দেখে হয়েছি হতবাক, বিষধর
সাপের সাথে অনভিপ্রেত,
নির্মল গোলাপ কলির আলিঙ্গন
পেয়েছি অশনিসংকেত!


আঙ্গুল ইশারা করলেও মানেনা;
উলটো দোষারোপ!
আস্থা, মনঃপুতই বিশুদ্ধ, দর্শকের
প্রতি রোষের প্রকোপ!


ভালবাসারও আছে মহারোগ
সেটা হলো "অন্ধ বিশ্বাস",
তালকানা উপলব্ধি করে, শেষ
হলে সময় আর নিশ্বাস!


অন্ধ বিশ্বাসকে অস্ত্র বানিয়ে
অপকর্মে উন্মত্ত মহাধূর্ত,
তালকানা বোঝে না, আসলে
ধূর্ত দেখায় নকল মূর্ত!


স্নেহ-মমতা উত্তম আচার প্রাপ্তি
সবার, অর্জিত অধিকার,
একচোখা কাউকে বৃথা প্রদান
করে লাঞ্ছনা ও তিরস্কার!


তবু নীরবে নিঃস্বার্থে ত্যাগ করে
অসীম ধৈর্যে ক্রমাগত,
জানা ছিল না "নীরবতা" একদা
হবে মারণাস্ত্রে পরিণত।