ভাবার কিছু নেই, ভাবি কখন আসবে শমন!
কলিজাতে হাত দিয়ে আমায় করবে দমন।
ভয়ের কিছু নেই, ভয় করি শুধু মরণে!
এই কথাটি কেনো থাকে না সদা স্মরণে?


ভুল আমি করিনি, ভুলেছি প্রভু তোমার
তোমার দয়া না পেলে উপায় নেই যে আমার!
সৎকর্ম করিনি প্রভু, করেছি শুধু অন্যায়
অল্প সময়ের জীবন তবু করেছি অপব্যয়।


চাওয়ার কিছু নাই প্রভু, চাই যে শুধু ক্ষমা
কিসে তোমার করব খুশি করিনি কিছু জমা।
পূণ্যের কাজ করিনি মোটেও করেছি শুধু গোনাহ
তোমার আহ্বান পেয়েছি, হয়নি তবু শোনা।


কিসের মোহে পড়ে আছি এমন নিথর হয়ে
করোনা নিরাশ, ক্ষমা চাই অনুতপ্ত হৃদয়ে।


রচনা : ২৫.০৬.১৯৯৯ খ্রিঃ