কোনো কাজে নয় পারদর্শী, অক্ষম,
কথার চাতুরতায় সে অতি মোক্ষম।
মনে মনে ভাবে  নিজে খুবই উত্তম,
মুখে যা  আসে তাই বলে ঝমাঝম।


অপরের দুর্বলতায় হয়ে যায় চরম!
নাজাতের বিপরীতে বার করে দম!
মুখের ভাষায় তার নেইতো সংযম!
আচার - আচরণে সে অত্যন্ত অধম!


তারচেয়েও  অধিক দয়াল মৃত্যুযম,
তার কাছে জীবনটা সপাও অনুপম!
সাপের মুখেও আছে  যতোটা রহম,
তার মুখেও তারচেয়ে অতিশয় কম!