তুমি আত্মপূজায় বিভোর, কিছুই দেখো না হেথায়
তাই নিজকে ব্যতীত রঙিন পৃথিবীতে সব তুমিময়।
সর্বত্র ফলাও তোমার পাণ্ডিত্ব, দেখো তোমারই জয়,
খোদার সাথে তাইতো তোমার হয়না কভুও পরিচয়।
যদি অবিনাশী হও, সকল  কর্মের হবে বৈধ উপায়,
বিনাশী হলে, তোমার চেয়ে অধিক অভাগা কে হয় ?


কেউ নিজকে ভুলে শুধুমাত্র অনুসন্ধান করে খোদায়,
সকল বিপদাপদে  তাঁরই কাছে প্রার্থনা করে আশ্রয়।
সে প্রাপ্ত হয় আধ্যাত্মিক জ্ঞান, মেধা-মনন ও প্রজ্ঞায়,
সকলের অন্তরালে সে প্রাণবন্ত হয় তারই সিক্ততায়।
এ পৃথিবী তার কাছে স্বাচ্ছন্দ্যের চেয়ে বিভীষিকাময়!
সে অনেকের কাছে তুচ্ছ হয়েও আখেরে কল্যাণময়।