ও তুই ঘোমটা পরে, চুপটি করে কেনরে নূয়ে রইস
তোকে যেদিক নাড়ায় সেদিক নড়িস, কথা নাহি কইস!
যদি তুই কাদার মত অবিরত থাকতে চাস্ চিরকাল
তবে কারো দেখাস না ওই লজ্জা রাঙা গাল।


নতুন যদি না থাকিস তুই এখনি হ পুরাতন
অকারণে কারো মনে দিস না তুই যাতন
যদি তুই শিয়াল হয়ে করতে চায় ব্যাঘ্র শিকার
প্রতিষ্ঠা করতে চাস সংসারে ন্যায্যাধিকার।


তবে তোর নতুন হওয়ার নেই প্রয়োজন
এখনি পুরাতন হ, ভেঙে ফেল সব আয়োজন
আজ ভেঙে ফেল, তোর ঘোমটা পরার ওই অভিনয়
সবার সাথে থাকবি মিশে, এটা তোর কাম্য কি নয়?


রচনা : ২০.০৩.২০০১ খ্রিঃ
কাব্যগ্রন্থ : "প্রথম বসন্তে ফোটা ফুল"
প্রকাশ : ডিসেম্বর-২০০৭ খ্রিঃ