বাঁক ফেরা অশ্বের মতো
কেশর উচিয়ে অবিনত!
সুনয়না তাকিয়ে দেখে!
ওচোখে চোখ রাখে কে?


সুলোচনা ও যুগল আঁখি
দেখাইও না রাখো ঢাকি!
জানিনা ওই আঁখিপাতে,
কী বিশেষত্ব আছে তাতে?


পড়লে রাজার চোখে; সে
বনে যায় হাভাতে নিমিষে!
সুনয়না ওই তীক্ষ্ণ নজরে
কী যাদু আছে অগ্নিঝরে?


যার প্রতিই করো দৃষ্টিপাত,
সেই-ই তো হয় কুপোকাত!
বোকার প্রতিও প'লে নজর
বনে যায় সে প্রেমিকপ্রবর!


💠💠💠💠💠💠💠💠💠