বিদ্যালয়ে গিয়ে করেছি পাপ, শিক্ষিত বেকার!
কর্ম পাই না, কী লাভ হলো লেখাপড়া শেখার?
ভালো হতো যদি শৈশবে হতাম দর্জি, মেকার!
শিক্ষিত এক বেকার, নেই কেউ মোরে দেখার!


আমার নেই মামা খালু বা তেমন কোনো লিডার!
কিংবা পরিবারে নেই মস্ত বড় কোনো অফিসার ৷
আমি নই কোন ধনাঢ্য ব্যক্তি বা বীরের সন্তান!
কোথাও গিয়ে পাইনা আমি মেধার ন্যায্য সম্মান!


শিক্ষিত হয়েও আমার জীবনটা যেনো বোকার!
বেঁচে থাকার পাইনা মানে, জীবন যেনো ধোঁকার!
কইতে পারি না সইতেও পারি না স্বদেশে পরবাসী!
লেখাপড়া যেনো আমার গলায় কলঙ্কের ফাঁসি!


সম্মানে বাঁধে এখন কোনো ছোট কাজ ধরতে,
পারিও না স্বাভাবিকভাবে জীবনধারণ করতে!