নিত্য আনন্দ-বেদনার ঘটনা ঘটে
দূর বা কাছে, জ্ঞাতে-অজ্ঞাতে।
সংবেদনশীল মন আনন্দ বেদনায়
আপ্লুত, অস্থির, ক্ষতবিক্ষত তাতে।


কোনো ঘটনা দূরে ঘটলে কোনো
কারণে দেরিতে খবর আসে তার,
জীবন চলে জীবনের নিয়মে, হাসি-
কান্নার ভেতর সময় হয়ে যায় পার।


মুখে হাসি, আপ্লুত, মন বেখবর, দূর
বা কাছে বেদনার খবর অপেক্ষমান!
অনেক দিন পরে পৌঁছেছে সংবাদ
মুহূর্তেই ভারাক্রান্ত হয়েছে মন প্রাণ!


তৎক্ষণাৎ সংবাদটি শুনলে হয়তো
অনাকাঙ্খিত কিছু ঘটতো ঠিক,
দেরিতে খবর আসায় হয়নি তেমন
কিছুকাল সময় পেলো স্বাভাবিক।


কষ্ট যন্ত্রণায় আছন্ন হৃদয়ের আকাশ
মনে হয় এই বুঝি ফুরিয়ে গেল দম!
এমতাবস্থায় হয়ে যায় শরীর থেকে
পরাণ পাখি উড়ে যাওয়ার উপক্রম।


বিমর্ষ মুখ, মন বিচলিত, বেখবর, দূর
বা কাছে আনন্দের সংবাদ অপেক্ষায়।
বহুদিন পরে পৌঁছেছে সেই সংবাদ
মুহূর্তেই হৃদয় ভরে কানায় কানায়।


তৎক্ষণাৎ সংবাদটি শুনলে হয়তো
অনাকাঙ্খিত কিছু ঘটতে না পারত,
দেরিতে খবর আসায় সময় তাকে
তা থেকে বাঁচতে দেয়নি আরতো।