শুনেছি-মুখ থাকলে
চেনা যায় মুলুক
আত্মঅহঙ্কারি এক
মস্তবড় উলুক!
বেষ্টনীতে আবদ্ধ, না
পায় খুঁজে শুলুক!


মুখ থাকতেও সে যে
মারাত্মক মূকান্ধ
জীবনের সব ব্যাপ্তী
হতে থাকে বন্ধ!
ধ্বংপ্রাপ্ত সে, জীবনে
নেই কিছুতে ছন্দ।