তুমি নাও স্বেচ্ছাচার, ঔদ্ধত্য, কুটিলতা, সংকীর্ণতা,
আমায় দেখাও তোমার সরলতা, নীরবতা,উদারতা ৷
তুমি নাও গোমড়ামুখ, মিথ্যা, বড়াই-অহংকার জিদ,
আমায় দাও হাসিটুক, সততা, অলংকার, সুখ নিদ ৷
তুমি নাও ঘৃণা, অবজ্ঞা, স্বার্থপরতা, অবাধ্যতাকে
আমায় দাও মধুক্ষণ, পুষ্পমাল্য, মহানুভবতাকে ৷
তুমি নাও আমার প্রতিশোধপরায়ন হিংস্র মনটা,
আমায় দাও তোমার ক্ষমাশীল, বিনয়ী জীবনটা ৷


আমার উচ্চাকাঙ্খী অভিলাশী মনটা তুমি নাও,
তোমার অল্পে তুষ্ট মহৎ হদয়টা আমায় দাও ৷
তোমায় করবো শিকার, মিললে সুযোগ দুর্বলতার!
আমায় করবে তুমি প্রশংসা, তোমায় দেব ধিক্কার!
তুমি নাও মিথ্যা অভিযোগ, যত মন্দ গুণ, অপবাদ,
আমায় দাও ভোগ! আমায় না চেনাটাই অপরাধ!
তুমি নাও আমার মরণ, ছলনা, এড়িয়ে চলাটাই,
দাও তোমার আয়ু, অনুরাগ, তোমার ধ্বংস চাই ৷


আমার অসহিঞ্চু স্বভাব নাও আমৃত্যু বরণ করে,
আমি নেবো তোমার সহানুভূতিটাকে হরণ করে ৷
আমি তোমায় জ্বালিয়ে পুড়িয়ে করবো ছারখার,
কাউকে বলো না, সহ, সম্মান যাবে  তোমার!
আমি তোমায় কাটবো, শিল নোড়াতে পিষবো,
কেউ আবার যেন না বুঝে, এমনভাবেও মিশবো!
আমি তোমায় দেব কিংকর্তব্যবিমূঢ় স্বভাবকে,
তুমি আমায় বুঝতে দিওনা  কিছুর অভাবকে ৷


দূরে কোথাও গেলে আমায় তুমি নিও খুঁজি,
তোমার অসহায়বোধকে করবো আমি পুঁজি!
জানিনা কিছু দিতে, পারি শুধু ছিনিয়ে নিতে সব,
যা কিছু সম্ভব ছিনিয়ে, একাই করবো সুখানুভব ৷
ইচ্ছে হলে যখন তখন তোমার হৃদয়  ভাঙ্গবো,
ইচ্ছে হলে হাত আমার তোমার রক্তে রাঙ্গবো!
তুমি  বাইবে  জীবনভর  ব্যথার  সাত সমুদ্দুর,
আমার  জীবন  থাকবে  শুধু  খুশিতে ভরপুর ৷