পাত্রভরা মধু, সহজ
তাকে গিলতে,
অন্যপাত্রে বিষ আছে
এক চিলতে!


এক পাত্র মধু ও এক
চিলতে বিষে
সব বিষে রূপান্তরিত
হয়ে যায় মিশে ৷


বিষের কাছে মধু তার
স্বকীয়তা হারায়,
মধু ব্যর্থ বিষকে মিষ্ট
রূপান্তর করায়!