তুমি এখন বন্ধুকে  ভাবো কঠিন প্রতিপক্ষ,
তার প্রতি তুমি খুব সতর্ক, করে সে লক্ষ্য!
জানো না, সম্মান নিতে, দিতে  এমন যক্ষ, 
পাল্টে গিয়েছে দু'জনের পরিভ্রমণের কক্ষ।
কী করে ভাবলে বন্ধু তোমায়  করবে ক্ষতি?
পায়না যুক্তি, তোমার হৃদয়ে এত অসঙ্গতি!


কীভাবে  ভাবলে সে তোমায় করবে আঘাত?
তারচেয়ে আত্মহন্তায় নিজকে করবে উৎখাত!
হয়  তুমি একটু ঠকলে না হয়  খানিকটা সে,
হয়তো তুমি অতি বেশী দামী, মূল্যহীন সে।
হয়তো তুমি একটু ক্ষমা করলে সে আনত,
না হয় বন্ধুটি একটু নীরবে থাকলো বিরত।


কথা বললে  গ্রীবা  ঘুরিয়ে দেখাও দেমাগ!
ভাবখানা,  সবে বিড়াল, তুমি ভয়ঙ্কর বাঘ!
অপরের দোষ ধরো, সে নাকি কথা বলেনা"
বলো" স্বেচ্ছায় চলে" কারো  সাথে চলে না।
যে তোমার সহায়ক,  তাকেই করো দংশন,
তুমি  সারাক্ষণ  কুড়াতে ব্যস্ত  আত্মশংসন।


তোমার নির্দেশ সদা তাকে হয় মেনে চলতে,
তোমার বেলায় হয় না কাউকে কিছু বলতে।
সবার সব কাজে লাগে তোমার অনুমোদন,
তোমার বেলা সব পরামর্শ, কর অপনোদন।
উপহার দিলে  ফেরত দাও, ক'রে  অপমান, 
বলো দাওনা কিছু, মন ভেঙ্গে হয় খান খান।


এই যদি হৃদয়ে তবে কেনো সম্পর্ক গড়লে?
গড়লে যখন  ভাঙতে  কেনো উঠে  পড়লে?
ডাকলে আসো না হামবড়া ভেবে থাকো বসে
বলো  "ডাকে না", সারাক্ষণ যাও অংক কষে।
যে জন সম্পর্কের চেয়ে  স্বার্থকে  দেখেন বড়,
তার কাছে "বন্ধু" শব্দটি নিতান্ত অর্থহীন জড়।


এমন বন্ধুর জন্য লাগে চরম লজ্জা আর ভয়!
এদের বাসের উপযোগী নয়তো এ লোকালয়!
জানিনা তারা হেথা বাস করে কীসের মঙ্গলে?
তাদের তো বাস করা উচিত আমাজন জঙ্গলে!