লাখ লাখ গল্প ছড়া কবিতা হচ্ছে লেখালেখি,
অলেখকও লিখছে অনেক সবার দেখাদেখি।
প্রতিযোগিতা চলছে অদ্য লিখছে সবে কে কী?
তাতে উত্তম উপাদান আছে? মনোজ্ঞ লাগে কী?


পাঠকের চেয়ে লেখকের সংখ্যাই বেশি দেখি,
বুঝা দুস্কর কে তস্কর, কে আসল, কে মেকি!
এমন অসার লেখার আধিক্যে লাভ হবে কী?
সারাক্ষণ নেটে পড়ে থাকে, হলো ওমা একী?


লেখালেখির নিয়ম কানুন করছে কী কেউ রপ্ত?
সবে লেখক হওয়ার নেশায় মিছে হচ্ছে উত্তপ্ত!
আত্মনিয়োগ করছে কী কেউ জ্ঞান আহরণে?
দেখি সদা নেশায় ব্যাকুল স্ব স্ব জ্ঞান বিতরণে।


নেই ছন্দ-মাত্রা, অন্ত্যমিল, ভাবনার অভিনবত্ব?
শব্দ বাক্য অলংকার তবু ফলাতে চায় কবিত্ব।
নেই প্রকাশের রীতি, লেখায় শুন্য অন্তঃসার,
মান রাখতে, পাঠক বলছেন বাহঃ চমৎকার।


আজকের দিনের এই হুজুগের সাহিত্য প্রীতি,
ভবিষ্যৎ কী দেবে তাদেরকে লেখক স্বীকৃতি?
যবে "বুক" ছেড়ে ফেসবুক ধরেছে এই জাতি!
অন্ধত্বের পথে হাঁটছে, ধ্বংস নাম যশ খ্যাতি।