দেশের অবস্থা খুব খারাপ হচ্ছে দিনকে দিন।
প্রকৃত দেশপ্রেমিক খুঁজে পাওয়া খুব কঠিন।
  তোমার প্রশংসায় ছড়া কবিতা গল্প গান,
      প্রতিনিয়ত রচিত হচ্ছে হে মহান।
মিছিল মিটিং-এ একটি কথা শুনি দৈনিক,
বজ্রকণ্ঠে "আমি মুজিব আদর্শের সৈনিক"।


   মুখে চটকদার কথা এবং অতি ভক্তি,
আদর্শের নেই রূপদান, শুধু মিথ্যা আসক্তি।
কথার ফুলঝুরি, তার বেশি ভাগ তোষামদি,
    সমুন্নত রাখতে, পদ পদবী ও গদি।
   আলোচনায় আলোচিত তুমি মহিয়ান,
দেশের জন্য কেবল তোমার শ্রেষ্ঠ অবদান।


মানুষের ভালোবাসার আহ্বান তোমার উক্তি,
   ছিলে উদার, চেয়েছিলে মানুষের মুক্তি।
  তোমার মহান আদর্শ আর আত্মবলিদান,
শুধু মুখে বলে, জীবনে নাই তার রূপদান।
  তোমায় সামনে রাখে, পিছে ওরা খুব পাজি!
   ওরা পৃথিবীর সব অনহিত কাজের কাজী।


খুবই লজ্জার, উপর মহলের করে তোষণ,
আর অসহায় গরীবের রক্ত করে চোষণ!  
নেতা তুমি জানোনা তোমার মর্যাদার কোট,
  কলঙ্কিত করছে দেখে মনে লাগে চোট।
হে নেতা ধুর্তগুলো তোমার নাম ভাঙিয়ে,
শুভ্রতা নাশ করে নিজকে নিচ্ছে রাঙিয়ে!


   নির্বিচারে চলছে নির্যাতন খুন ও জুলুম
  মানব জীবন বিপর্যস্ত, কেড়ে নিচ্ছে ঘুম।
  তারা শুধু নিজের স্বাচ্ছন্দ্যের কথা ভাবে,
   ভাবে না মানুষ আছে দারুণ কষ্টাভাবে!
  নামমাত্র তোমার প্রতি দেখি শ্রদ্ধা প্রদর্শন,
খাটিঁ প্রেমিক হলে দেখতাম আদর্শের দর্পণ।


১৫/০৮/২০২১ খ্রিঃ