.    কোমল বস্তু মন্থন করতে সহজ
        যদিও তা মানব হৃদয় হয়,
     সে হৃদয় পাষাণ করাও কঠিন,
         তাই যত অসংগতি সয়।


      ফুলের পরে ভ্রমরের উপস্থিতি,
         কঠিন প্রস্তরের উপর নয়।
       প্রস্তর ঝড়-বাদলও করে নাকো
          অনুভব খুব একাকী রয়।


      পুষ্পশাখা আকাশ পানে বিস্তৃত,
          বাতাসে তার সুবাস বয়,
     পাষাণের কোন বিস্তার নেই, তার
          আছে তিলে তিলে ক্ষয়!