বহুদিন আকাঙ্খা করেছো লালন
তাঁর সান্নিধ্য পাওয়ার জন্য,
পেয়ে সে মহান মানুষের নৈকট্য
হয়েছো তুমি ধন্য, হে অনন্য।


কিন্তু চোখে করো না দর্শন তাই
কীভাবে করবে তাকে অনুধাবন?
তিনি সাধারণ কোনো মানুষ নন
প্রবাদপ্রতীম কীর্তিমান একজন।


অবস্থা দেখে তাৎক্ষণিক তোমার
জন্য গাইলেন এক অমর গান,
ভাগ্যের নির্মম পরিহাস, সে গান
শ্রবণে অক্ষম তোমার কান।


কীর্তিমানের ঠোঁটে তোমার হাতের
স্পর্শ দিয়ে করছিলে অনুভব।
কেমন গান? স্বপ্নে লালিত কেমন
সেই কিংবদন্তিতুল্য মহানুভব?


গানের জগতে সেই গান শতাব্দীর
পর শতাব্দী ধরে রইলো অম্লান।
শুনলো না তোমার কান, দেখলোনা
তাকে চোখ, এ বড় ব্যথার বান!


২৮ /০৫ /২০২১ খ্রিঃ