জন্ম থেকে আমৃত্যু আছে ছন্দের খেলা,
ছন্দ দিয়ে শুরু ছন্দেই কাটে সারাবেলা।
নিত্যদিন ছন্দহীন জীবন অতিক্রম দূর্বিসহ,
দিবারাতের প্রত্যাগমনে ছন্দ বাঁধে অহরহ।
একবার দিনের চঞ্চলতা পরে নিভৃত নিশা,
একটানা দিন থাকলে মানুষ পেত না দিশা।
ক্রমাগত রাত থাকলেও জীবন হতো বিকল,
মনে হতো যেনো পায়ে, একঘেয়েমির শিকল!
দিনগুলো কাটে ছন্দে নানা কাজের মাধ্যমে,
খোদা রাতকে করেছেন নান্দনিক কাটাতে বিশ্রামে।
নিদ্রা থেকে জেগে সবাই কর্মে লিপ্ত হয় প্রতিদিন,
ক্লান্তিহীন দিনের পরে রাত আসে ছন্দময় অমলিন।
রাত এলে পৃথিবীর পুরাতন সব নতুন হয়ে যায়,
সবকিছু ছন্দেরই অবদান, জীবন কাটে ছন্দতায়।
সৃষ্টিকর্তা এক মহান কবি, তামাম পৃথিবী তার
এক নিটোল মহাকবিতা, জুড়ি নাই কো যাঁর।


১৫/১০/২০১৪