পড়ে গিয়েছি চোরাবালিতে!
জীবন চলে জোড়াতালিতে!
চারপাশে কত নীরব দর্শক!
দেখি না তো কোন সহায়ক!


যে দেখাবে একটু আনুকূল্য-
এই বুঝে একটি প্রাণের মূল্য!
পায় না কোনো ভর পদতলে!
ডুবিয়ে নিয়ে যাচ্ছে অতলে!


কারো কাছে নয় এ মর্মস্পর্শী!
নিজেই হচ্ছি এর প্রত্যক্ষদর্শী!
দয়ার হাতটি বাড়িয়ে তোমার
হে খোদা এ থেকে কর উদ্ধার ৷