আঘাত মানে হৃদয় মাঝে সুগভীর একটা চোট্
সেথায় শুধু অনুভূত হয়, বুঝাতে পারে না ঠোঁট!
আঘাত মানে বুকের মাঝে সুতীব্র এক অনূভূতি
যা অন্যকে বুঝাতে অক্ষম এর প্রকৃত আকুতি!


শরীর আঘাত সয়ে নেয়, কখনও বা ঘোচে না
মনের আঘাত রয়ে যায়, যা কভুও মোছে না।
গোপনে কিংবা সজ্ঞানে দিক, মনকে করে বিষণ্ণ
সবচে ভারী স্বজনের আঘাত, জীবন করে বিপন্ন!


নির্মম আঘাতের শক্ অনেকে পারে না সহ্য করতে
কেউ আবার তার চোটে অকালেই বসে মরতে।
যারা রোজ তিলে তিলে পেয়েছে এর উত্তাপ
ভেতরটা পাথরে পরিণত, সয়ে নেয় সব চাপ।


আঘাত যে দেয় বুঝে না সে এর দহন জ্বালা!
নিজকে ভাবে বীর, দেখে পরছি জয়ের মালা।
সেটা একদিন ফিরে এসে লাগে নিজের বুকে
তার তীব্রতা দশগুন বেড়ে পোড়ায় ধুকে ধুকে।


কেউ কাউকে দিও না আঘাত পৃথিবী হোক স্বর্গ
আমিত্মকে বধ ক'রে, দাও ভালবাসার অর্ঘ্য।
অন্যায্য আঘাতে সৃষ্টি হয় অনেক শোকের ভুবন
ভালবাসার রঙেরা কাঁদে! হৃদয় পোড়ায় হুতাশন!


রচনা : ২৩.১১.২০১৪ খ্রিঃ