ঝড় এলে, উঠানে ওড়ে কুটো, ঝুড়ি, কুলো
পড়ে ডাল, ফুল ও ফল ভরিয়ে দেয় ধূলো!
থামার পর গচ্ছিত করে আসে স্বাভাবিকতা,
আবর্জনা সাফাইয়ের পর ফেরে গতিময়তা!


কিছু ঝড় বয় ধূলোহীন! ভাঙে সব নিঃশব্দে,
ভেঙে করে সব তছনছ; পৃথিবী ঘুমায় নিস্তব্ধে!
ভূকম্পনে পথ প্রান্তর প্রাসাদ ওঠে ভীষণ কেঁপে!
জলাধারে এ কানার জল ও কানায় উঠে ফেঁপে!


কিছু অদৃশ্য কম্পন, ভেঙেচুরে করে দেয় সারা!
ভাঙনের কোন চিহ্ন নেই, শান্ত ধীর বসুন্ধরা,
অগ্নুৎপাতে দেখা যায় কীভাবে সবুজ পোড়ায়,
কিছু আগুন ধোয়াহীন সব পুড়ে হয়ে যায় ছাই!


ঝড় কম্পন অগ্নোুৎপাত সুনামী জলোচ্ছাস
কিছু দুর্যোগ অদৃশ্য, সৃষ্টি করে ভয়াবহ ত্রাস!
সবকিছু লণ্ডভণ্ড পণ্ড করে ভাসিয়ে বুড়িয়ে
কম্পনে মাটির সাথে পিষে দেয় গুড়িয়ে!