ইচ্ছা-অনিচ্ছার দাম না দিয়ে
জবরদস্তিতে কাউকে দমিয়ে,
কেউ কোনো মানুষের উপরে
কিছু অর্পণ করলে জোর করে।


মাত্র একটি ভুলের জন্যই তার
গোটা জীবন হয়ে যায় ছারখার!
জীবনটা তার পুড়ে হয়ে যায় খাক
ভুলের মাঝে খেতে থাকে ঘুরপাক।


দিশেহারা জীবন নিয়ে সে টলে!
জীবন বিপর্যস্ত ছোট্ট ভুলের ফলে!
বুকের উপর তার ব্যথার পাহাড়!
সময় আছে কার সে ব্যথা বুঝবার?


এভাবে হয় অনেক বছর পার,
আশঙ্কা যখন জীবন হারাবার।
অর্পণকারীর ভাঙে একদা ঘুম,
তখনই সে পায় কিছুটা মালুম।


কোন সংশোধনী নেই আর
যতই দিক নাক তার মাশুল
কারণ ভুলের গাছে ফুটেছে
তখন থোকায় থোকায় ফুল!