ক্ষুদ্র স্বার্থ নিয়ে ভাই ভাই কথা কাটাকাটি!
একে অন্যের প্রতি আক্রোশ মাথা ফাটাফাটি!
বিভীষিকাময় হয়ে ওঠে সে বসত বাটি!
বৃদ্ধ, শিশু ও নারীগণ করে কান্নাকাটি!
সময় পরিক্রমায় একদিন সব মোহ কেটে যায়,
সকল বিদ্বেষ ভুলে গিয়ে মিলিত হয় ভাই ভাই!
যাতনার আগুন নিভে, শেষ হয় ভুল বুঝাবুঝি,
তখন থেকে শুরু হয় আপন কে খুঁজাখুঁজি!
সময় কিন্তু জানে একদিন সবই ঠিক হয়ে যায়,
বুঝে না মানুষ যতক্ষণ সে স্তরে না পৌঁছায়!
স্বার্থ নিয়ে বৃথা অপ্রীতিকর হানাহানি,
বুঝে না কী ক্ষতি চারদিকে হলে কানাকানি!
এসময়ের অনুভূতি হয়না তখন উদয়!
ভালোবাসা আর সম্প্রীতির উর্দ্ধে স্বার্থ নয়!