অপরাধ ক'রে দোষ স্বীকার
করে না সে ইবলিশ!
দোষটাকে ঢাকতে আরও সে
ভুল করে অহর্নিশ!


দোষ গুণে মানুষ, স্বীকারে
হয় মাথা না নত,
গোঁ ধরে থাকে যে সে তো
পাষণ্ড, উদ্ধত!


ক্ষণিকের কথা কেউ কভু
রাখে না তো মনে
সদগুণগুলোও নষ্ট হয় তার
গোঁ ধরার কারণে ৷


ক্ষমা করে না, ক্ষমা চায় না
করে না মাথা নত,
জবাবদিহীতার ধার ধারে না
হয় না অনুগত!


২২/০২/২০১৬