আমি নগণ্য কবিতা লেখক, লিখি নাছোড় টানে, 
কবিতা নামক লিখি যা, সুন্দর হয় কী তা কে জানে? 
তবুও ভাবি, এই কবিতা মোর  শুধু কবিতাই নয় 
রক্ত জল করা উৎপন্ন ফসল, কে দেবে বিনিময়? 


একটি কাব্যগ্রন্থ ছাপার জন্য প্রকাশকের দ্বারে, 
আমার মত কত কপর্দকহীন লুটোয় ধূলোর পরে! 
অনেকের ভীড়ে কবিকে খুঁজতে প্রকাশক বিষম খান,
তাই সবাকেই অকবি ভেবে ডাস্টবিনে ছুড়তে চান!


আমার বেলায়ও তিনি সত্যি এমন ভাবতেই পারে, 
আমি কবি, না অকবি, সেটা কে বুঝাবে তারে? 
যাব না তার কাছে, যদি এমন ভাবে আমার বেলা! 
আমি কক্খনো কী সইতে পারব এমন নিষ্ঠুর হেলা?


তার চেয়ে ভাল, আমার লেখা আমারই কাছে থাক, 
প্রচার বিমুখ, নিজের লেখার নিজেই হবো পাঠক! 


রচনা : ০৯/০২/২০১৬ খ্রিঃ