যদি হতাম বাক প্রতিবন্ধী
পারতাম বুঝাতে মনকে,
মনের গভীর আকুতি, বুঝাতে
পারতাম না কোন জনকে!


বলতে পারি না কথা!
আমি বিস্ময়ে হতবাক
বাকপ্রতিবন্ধী সে-ই ভালো,
আমি সবাক হয়েও নির্বাক!


যদি জন্মান্ধ হতাম, দেখতাম না
পৃথিবীর রং-রূপ 
আমি অব্যক্ত চাহনিতে হায়,
পড়ে রইতাম চুপ!


অন্ধের কাছে রং-রূপের
মূল্যায়ন আছে কী বা?
তার মত আমিও রাতকে রাত
দিনকে বলতে পারি না দিবা!


আমার অনেক ভাল ছিল
যদি হতাম জন্মান্ধ,
কী লাভ থাকতে জ্যোতি, ভাষা যদি
সাজতে হলে মূকান্ধ!