ভোটের আগে সম্বলহীন ধনী, বিত্তশালী নেতা ভিখারী,
অসহায়ের মত ভোটভিখ মাঙে পথে ঘাটে বাড়ি বাড়ি।
নেতা হতে গেলে প্রথমে জানতে হয়, সুনিপুণ অভিনয়!
কাজে নয়, অভিনয়েই করতে হয়, জনগণের মন জয়!


হাসিমুখে নানা প্রতিশ্রুতি, আর কিছু প্রতিকী জনসেবা,
অভিনয়ের  অভিনবত্ব দেখে,  তাকে অবিশ্বাস কে বা?
নির্বাচনের আগে কোলাকুলি, মেথরের সাথেও সবিনয়,
কৃতকার্যের পরে সে অধরা, জনতা পায় নির্মম অবিনয়!


জনগণ চিরকালই থাকে বোকা, তাদেরকে ক'রে পুঁজি,
জানে না, কারা কী কৌশলে মারে তাদেরই রুটি রুজি!
স্বার্থে যার আঘাত পড়ে, সে ব্যক্তি তখন বুঝে গণতন্ত্র,
বুঝেন না ততক্ষণ; যতক্ষণ তার  হাতে থাকে রাষ্ট্রযন্ত্র।


যে ব্যক্তি অধিকার বঞ্চিত,  সেই বুঝে স্বাধীনতার মর্ম
ক্ষমতা যখন তার হাতে থাকে, নির্দিধায় চালায় অধর্ম।
বঞ্চিত পায় না কভু গণতন্ত্র ও স্বাধীনতার প্রকৃত স্বাদ!
ভোটের পরে তারা ভূলুণ্ঠিত, প্রত্যাশাপূরণ দূরের চাঁদ!