ধৈর্যের কল্যাণ সম্পর্কে অনাবহিত
     তাই ধৈর্যধারণে অকুশল,
কষ্টের দেবতার পাইনি খোঁজ তাই
     অল্প কষ্টে হারাই মনোবল!


অনন্তকালের তরে আপন যে জন,
     চাইনি কভু তাঁর সাক্ষাত,
যাকে তাকে পেলে আপন ভাবি
     তাঁকে জানতে যায় জাত!


শান্তির সুধা খুঁজি ভ্রান্ত পথে তাই
     দূর হয়না মনের কালিমা,
তা থেকে বে-খবর, ঘণকালো
     মেঘে দেখি রক্তলালিমা ৷


মহা সত্যের বাণী চিনি নাই বলে
     মিথ্যাকে সত্য মানছি,
সত্যের বারতা নিয়ে যিনি আগত
     তার বুকে আঘাত হানছি ৷


সহজতা অনেক আগেই হারিয়েছি,
     আঁকড়ে ধরেছি বক্রতাকে!
বিভেদকে যিনি এনেছেন সরলরেখায়
     তাকেই ফেলি মহাদূর্বিপাকে!


খোশবুর সুঘ্রাণ কভু করিনি অনুভব
     দুর্গন্ধকে ভাবি জাঁকালো!
তীব্র ঘোরে কেটেছে আজীবন তাই
     তমসাকে বলি তড়িৎআলো ৷