কোনোভাবেই একটু বেখেয়াল হলে,
খ্যাপাটে ঘোড়ার মত লাফিয়ে চলে!
লাগাম টেনে ধরতে থাকে না স্মরণ !
যে কোনো সময় আসতে পারে মরণ!


লাগাম টেনে ধরার আছে নিয়মাবলী,
না জানলে খ্যাপাটের সব জলাঞ্জলি!
খ্যাপাটে বুঝেনা কাকে বলে পরিমিত,
সব কিছুতে তার হ্রাস ও অতিরঞ্জিত।


খ্যাপাটে কান্না ভুলে হাসে প্রাণখুলে,
একবার কাঁদলে  হাসতে যায় ভুলে।
পুষ্প দেখলে কাঁটার কথা ভুলে যায়,
খ্যাপাটে তাইতো পরে আঘাত পায়!


সারাক্ষণ কাটে তার বড্ড অস্থিরতায়,
তাকে নিয়ে সত্যিই পারা বিষম দায়!


৩১/০৩/২০১৯