সুখ পেতে নয়; কষ্ট ভুলতে, কষ্ট খুঁজে বেড়াই,
কোথাও কষ্টের দেখা পেলে সেথা একটু দাঁড়াই।
আমারটার চেয়ে বড় কষ্ট, খুঁজে দিনরাত যাপি,
তার পাশে রেখে তাই নিজেরটার ওজন মাপি।


ছদ্মবেশে বেড়াই ঘুরে, কষ্ট খুঁজি দিবা-নিশি
বুঝতে দিইনা, আমি কে এমনভাবেই মিশি।
আমি কষ্টের পাশে গিয়ে কুড়িয়ে তুলে আনি
দুঃখীর গহীন মনের কথা আর জীবন কাহিনী।


যদি সুখ চাইতাম তবে, চাইতেই থাকতাম শুধু
মনটা আমার ভরত না তো, করতেই থাকত ধুধু।
কষ্ট পেলেই মনের মাঝে যত্নে আগলে রাখি
বড়টা পেলে, তা দিয়ে মোর ছোট্টটাকে ঢাকি।


রচনা : ০৬.১০.২০১৪ খ্রিঃ