কোটি মানুষ বসত করে এই জমিনের উপর,
শত্রু নেই এরকম মানুষ খুঁজে পাওয়া দুষ্কর।
শত্রুকে এড়িয়ে চলার ইচ্ছাপোষণ করে,
অযাচিতভাবে জড়ায় জীবনে স্তরে স্তরে!
শত্রু আছে জীবন চলার পথের বাঁকে বাঁকে,
সুযোগ পেলে দন্তপাটি ছাড়েনা জিহ্বাকে!


ঘরে শত্রু বাইরে শত্রু, শত্রুর ছড়াছড়ি,
কেউ অপ্রকাশ্য; কাউকে দেখায় সরাসরি।
পথে প্রান্তরে গ্রাম শহরে ভয়ানক দুশমন,
তাদের ভয়ে গুহায় বনে করে আত্মগোপন!
শত্রু যদি কারো জীবনে এভাবে হয় তৈরী,
সময় ও সব পরিবেশ তার জন্য যে বৈরী!


তাই বলে শত্রুর ভয়ে ছাড়া যাবে না হাল,
সময়ই একদা শত্রুকে করে দেবে নাকাল!
ক্ষুদ্র হলেও সতর্ক হও করনা তাকে হেলা,
সামান্যতে ডুবিয়ে দিতে পারে জীবনভেলা!
এই পৃথিবীতে আছে যত ভয়ংকর দুশমন,
তার চেয়ে মহাদুশমন নিজেরই দূষিত মন!