করে চুরি ডাকাতি ছিনতাই লুটপাট  রাহাজানি,
জঠর জ্বালায় বা স্বভাবে শোনেনা ধর্মের বাণী!
সম্মানের ভয়ে, সবার অজ্ঞাতে সন্তর্পণে বান্দা,
ধোঁকা দিয়ে নিয়ত করে যায় তার কালোধান্দা!
বুঝেনা এহেন কর্ম মানুষ দেখলে কী এসে যায়?
ভাবে না বিচারক, তারই সাথে আছেন  সর্বদায়!


সে কাকে চুরি করে? বা কাকে ধোঁকা দিয়ে যায়?
কাউকে নয়, সে তার নিজের কাছেই ধোঁকা খায়!
অপরের কিভাবে করবে অনিষ্টতা ভাবে অগণন,
বুঝে না,  তাতে নিজেরই মৃত্যুকূপ হচ্ছে খনন!
ক্ষণকালীন আত্মতৃপ্তিতে হারায় প্রভুর আনকূল্য,
সকলের নিকট হয়ে যায় অতি নিকৃষ্ট হীনতূল্য!


কারো কর্মের জন্য কেউ দায়ী নয়, দায় তারই,
অপরের নয় প্রত্যেকে নিজেরই খেয়ানতকারী!
সুদ খায়, ঘুষ নেয়, করে মদ্যপান ও ব্যাভিচার,
মানুষের প্রতি করে অন্যায় অত্যাচার অবিচার!
ক্ষমতার দাপটে অন্ধ, নিভেছে হৃদয়ের জ্যোতি,
কাউকে নয়, করে চলেছে সে নিজের মহাক্ষতি!