কথা বলি আধ ইংলিশ, আধ বাংলাতে,
উঁচুদরের মানুষ ভেবে গর্ব করি তাতে ৷
ভাষা দিবসে ভাষার শ্রদ্ধা দেখাতে মাতি,
কথোপকথনের ফাঁকে সদা বলি বিলাতী!


বাংলা বিলাতী মিশ্রণে যে বলতে পারে,
উঁচুদরের মানুষ, আধুনিক ভাবে তারে!
মাতৃভাষা বাংলা; ভায়ের রক্তে পাওয়া,
তা বিনে কেন ভিন ভাষার গুণ গাওয়া?


একের অধিক ভাষা জানা দোষের নয়,
তবে মাতৃভাষায় দক্ষতাও থাকতে হয় ৷
ভাব প্রকাশে যার ভিনদেশী ভাষা লাগে,
সে অনাধুনিক, ঘাটতি ভাষার অনুরাগে!