ভালোবাসার মহিমা এটা , যে চায় সে পায়না,
সেথা উপস্থিত, যেথা নেই পাওয়ার বায়না।
সে কভু পায় না, যে তাকে মর্যাদা দিতে জানে,
যন্ত্রণা যে চায় না দিতে, তা তার হৃদয়ে হানে!


যে চায় না দুঃখ দিতে, ভারাক্রান্ত তার চিতে,
লাঞ্ছনায় সে জর্জরিত, যে পারে তা না দিতে।
জীবন যার মিষ্ট হবে, তার ভরা তিক্ত বানে,
পরিত্রাণ পেতে কাটে, প্রতিক্ষার অবসানে।


দিনের পর দিন প্রচুর ত্যাগের পর একদিন,
তাকে করে সবাই অপমান, ভাবে মূল্যহীন।
সংকটে হাত গুটায় কী কোনো বিবেকবান?
অপমান গায়ে লাগে, যার নেই অসম্মান!


বছরের পর বছর নিজেকে বিলিয়ে দিলে,
দুঃসময়ে নিজের পাশ শূন্য, ভাসে অকূলে!
স্বার্থপররা ভুলে গেলেও ভোলে না সময়!
সময়ের বাঁকে একদা আসে অহিংসার জয়।


পৃথিবীর প্রতি যার নেই মায়া বিন্দু পরিমাণ,
প্রত্যাশা করে না অন্যের প্রশংসা-প্রতিদান।
পৃথিবীর শানশওকতে যিনি নন বিচলিত!
নিঃস্বার্থ ত্যাগে সেই-ই তো মহান পথিকৃৎ।