আমি পড়েছি মহাবিপদে, লিখতে এসে আসরে!
করেছি ভুল, কুড়িয়েছি কিছু ফুল এই বাসরে।
আগে শুধু লিখে গেছি, পাইনি প্রকাশের মাধ্যম,
অনেক সাধনায় পেয়েছি বাংলা কবিতা ডটকম।
লিখতে এসে পেয়েছি বহু গুণী কবি’র পরিচয়,
যা দিয়েছি তার চেয়ে পেয়েছি বেশি কম কিছু নয়,
অন্যের কবিতা ভাল লাগলে মতামত দিই তাতে,
অল্প কথা লিখলেও পড়ে মন্তব্য দিই কবিতাতে।


কিছু লেখায় বড় করে জানাতে হয় তার অনুভূতি,
কখনো বিপরীত ব্যাখা হয়, কবি হন মনোব্যথী!
কিছু কবিতায় অল্প কথায় ভরে না লেখকের মন,
আমি নিরুপায় কী করি তাই, ভেবে পাই না এখন।
আমার লেখা অনেকে পড়েন। সৌজন্যতার খাতিরে
তাদেরটাও পাঠ করতে হয়, পূরণ করতে দাবিরে।
লেখক ছাড়া কিছু লেখার প্রকৃত অর্থটা কে জানে?
কেমন হয় জানি না তবুও মতামত দিই অনুমানে।


সব লেখা হয়না উপলব্ধ, অনুভূতি প্রকাশ সংকোচ হয়,
আজ বুঝে গেছি, পাঠক হওয়াও আমার কাজ নয়।
ভাবি, জীবনে আর কখনও কবিতা লিখবো না,
কবিতার আসরের পাশ দিয়েও আর হাঁটবো না।
হঠাৎ কয়েক দিন পর কেউ আমার খবর নিলো,
বেহায়া মন অমনি আমার আকাশে উড়াল দিলো।
আবার লিখি, পড়ি মহানন্দে, হঠাৎ ঘটলো কিছু,
আবার কাগজ কলম গুটিয়ে পড়ে রইলাম পিছু।


ভাবি লিখবো তবে মন্তব্যের ঘর রাখবো বন্ধ করে,
আবার ভাবি পাঠকেরা দরজায় এসে যাবে ফিরে।
আবার ভাবি খুলেই রাখি, যে যা লেখে লিখুক মন্তব্য,
অন্যদের কবিতায় মন্তব্য করা আমারও তো দায়িত্ব।
মনকে সান্তনা দিই যাক্ আমি তো বড় লেখক নই,
ক্রোধান্বিত সাজে না, ধৈর্য ধরেই সবার সাথেই রই।
মাঝে মাঝে ভাবি আমি তো প্রতিযোগিতা করছি না,
কেন ভাববো আমি সবার থেকে পিছু পড়ছি কী না?


১৫/০৯/২০১৬