বক্রতাকে সরল মনে হয়,
আসলেই যা মনে তা নয়।
বক্রতা ও সরলতা চিনতে
হবে দৃষ্টিভঙ্গিকে পাল্টাতে।
দৃষ্টিভঙ্গি গেলে পাল্টাতে
হবে মনোভাব বদলাতে।
ততক্ষণ বদলাবেনা মনন,
দিতে না পারলে বিসর্জন।
যদি দেওয়া যায় বিসর্জন,
রূপান্তরিত হবে দু'জীবন।