কোভিডের ভয়ংকর ঢেউ বইছে দেশে,
দেশবাসী মহাচিন্তায় গেলো সব ভেসে!
আমরা গরীব দিনমজুর রিকশাচালক,
মোরা অভাবের সংসারের প্রতিপালক।
মোদের কোনো পুঁজি নাই, গায়ের বলে-
দৈনন্দিনের স্বল্প আয়ে সংসারটা চলে।


অভাবের সংসারে থাকেনা কিছু সঞ্চিত,
মোরা ভাগ্যহত অসহায় কতিপয় বঞ্চিত।
রিকশা নিয়ে না বের হলে সংসার অচল,
পরিজন ক্ষুধার্ত দেখে চোখে আসে জল!
পরিবারে দুধের শিশুটি  করে কান্নাকাটি,
মা-বাবার ওষুধ কিনতে  হবে শূন্য গাটি।


মাথার 'পর চারটি সমিতির ঋণের কিস্তি,
দিতে না পারলে কর্তৃপক্ষ শোনায় খিস্তি।
চাকুরীজীবি বসে বসে পারিশ্রমিক পাচ্ছে,
বিত্তবানরা তাদের গচ্ছিত সম্পদ খাচ্ছে।
বড় ব্যবসায়ীরা পাচ্ছে সরকারি প্রণোদনা,
আমরা দরিদ্র সহায়তা পাই না এক কণা!


কঠোর লকডাউন কোনো মানুষ নেই পথে,
রিকশা নিয়ে বেরুনো যায় না কোনো মতে।
সরকার যদি আমাদের দুঃখের কথা ভেবে,
লকডাউনটা করত শিথিল ভালো হত তবে।
নৈলে কোভিড আক্রান্ত হয়ে নয়, এমনিতেই,
মরে যাবো তাতে কোনো রকম সন্দেহ নেই!


২৩/০৪/২০২১ খ্রিঃ