"মৃত্যু" শাশ্বত জেনেও "মৃত্যু" নামক
শব্দটা শুনেই সবাই ওঠে চমকে!
একটি মৃত্যুতে নানা জনের নানা মত
কারো শূন্যতায় সব নাকি যায় থমকে!


জন্মালে সাধের ধরণীতে, করতে হবে
মনে প্রাণে অমোঘ রীতিটাকে বরণ,
মরণ আশ্চর্য কিছু নয়। আশ্চর্য নিষ্ঠুর
পৃথিবীতে শান্তিপূর্ণভাবে জীবন ধারণ।


মৃত্যু চিরন্তন সত্য, পৃথিবীর মোহে
পড়ে নিশ্চিন্তে তাকে থাকি ভুলে,
দুয়ারে যেকোনো সময় আসতে পারে
যমদূত একথা থাকে না তো মর্মমূলে।


কামনা বাসনা আত্মতুষ্টিতে কাটাই
সাথে নিয়ে কতো বন্ধু বান্ধব স্বজন,
জীবনসাহাহ্নে মনে পড়ে আসলে
নিজের জন্য করেছি কতটা উপার্জন।


মৃত্যু তাদের কাছে আশ্চর্য, সতত যারা
উদগ্রীব পার্থিব জীবন সাজাতে,
মৃত্যু তাদের কাছে নয় ভীতিকর কিছু
যারা দুনিয়াকে ফেলেছে পশ্চাতে।