সত্যিই আমি জানি না,
যা লিখি তা হয় কী না!
মনোরম একখানা কবিতা?
সুন্দর হয় কী কে জানে?
লিখে যাই অনুমানে!
কাব্যকলা অন্ধের কাছে সবিতা!


ভাল একখান কাব্যের আশায়
রাতদিন শুধু ভুগী হতাশায়!
আমি ভেবে ভেবে কূল পাই না!
যা লিখি ভরে না মন,
দ্বিধায় থাকি অনুক্ষণ!
থামে না তবু আমার বৃথা বায়না!


পাতার পর পাতা লিখে
ভরে দিচ্ছি চারদিকে,
ঘরে হল আবর্জনার ঢিপি,
কবিতা লেখার কোশেশ
হয় না তবুও তো শেষ,
কদাক্ষরে চলছে নাছোড় লিপি ৷