নিজের দোষে নজর দেয় না নিন্দুকে,
অন্যের নিন্দায় ভরা যে তার সিন্দুকে ৷
অতি সন্দেহপ্রবণ মন ক্ষুদ্র বিন্দুকে,
সে ফুলিয়ে আকার দেয় মহাসিন্ধুকে!


অন্যের দোষ দেখলে সাজে বিচারক,
নিজের ত্রুটি ঢাকতে সে মহাপারক!
যুক্তি মানে না সে এমনই এক ধূর্ত!
ভিন্ন পদার্থে তৈরী আজব এক মূর্ত ৷


নিন্দুকের নিন্দার যে করে না ভয়!
অবশেষে নিজকর্মে তারই হয় জয়!