সড়কে ফিটনেস বিহীন গাড়ি ৷
চালক চালাচ্ছে এলোপাথাড়ি!
জনতাকে দিচ্ছে চাপা আসি!
সে রক্তে রাজপথ যায় ভাসি!
অকাতরে প্রাণ যায় জনগণের,
পর্যবেক্ষণের দায় প্রশাসনের!
কমতি আছে এসব পর্যবেক্ষণে,
তাই তারা পার পায় প্রতিক্ষণে!


জবাবে মন্ত্রীর বেফাঁস হাসি!
ক্ষোভে ফুঁসে উঠল নগরবাসি!
শোকমাতম চলছে বাড়ি বাড়ি,
আন্দোলনের নামেও বাড়াবাড়ি ৷
সরকারকে হতে হবে দায়িত্বশীল,
কথা-কাজে থাকবে অভুত মিল ৷
পরিবর্তে সকল কাজে গোজামিল
সবাইকে হতে হবে সহনশীল,


গাড়ি ও চালকের নেই লাইসেন্স
অদক্ষ চালক একেকটা ননসেন্স!
যুগ যুগ ধরে নিয়ম হয় না চেঞ্জ ৷
বিক্ষুব্ধ মুখে অশ্লীল সেনটেইন্স!
রাজপথে ধাওয়া পাল্টাপাল্টি-
রণক্ষেত্রে পরিণত দেশের হালটি ৷
জানি না কে কীভাবে দিচ্ছে চালটি,
ভাবছি কেমন হবে আগামি কালটি!


জানে না, নিরাপত্তা চাইতে এসে,
অযাচিত কাণ্ড ঘটবে অবশেষে!
অপরাধী বেড়ায় বীরের বেশে!
নিরাপরাধী যাচ্ছে কভুও ফেঁসে!
দেশটা স্বাধীন, মানুষ স্বাধীন নাই,
ভাগ্যে কী আছে কে জানে ভাই?
তবুও বলি " নিরাপদ সড়ক নয়
আমরা নিরাপদ এক দেশ চাই ৷