কামনা বাসনার মোহে দৃষ্টিতে তার আবরণ,
মায়া-মমতাকেও পোড়ায় লালসার হুতাসন!
কল্পরাজ্যে বাস, ভাবে ‍"এটাই প্রকৃত জীবন",
বাস্তবের মুখে পড়লে বিধ্বস্ত করে সঙ্গীর মন।


সবাই মানুষের অবয়বে খুঁজে একজন মানব,
কীভাবে জানবে চেহারার আড়ালে এক দানব!
পেয়েছে নিজের স্বভাবের বিপরীতমূখী দুর্জন,
গ্রহণ করেনা কোনো উপদেশ আদেশ-বারণ।


উচ্চাভিলাশী জেদি উচ্ছশৃঙ্খল হিংসুটে বাচাল,
কীভাবে জানবে জীবন করে দেবে নাজেহাল?
সবাই শান্তির খোঁজে মেহনত করে চিরকাল,
সর্বোচ্চ ত্যাগ স্বীকারেও মেলে না, সে কপাল!


পাক কালাম শপথ করেই আবদ্ধিত হয় বন্ধন,
সুখ-দুঃখে চলবে সমান্তরাল পাশাপাশি দু'জন ।
বিয়ের ক‌‌য়েক দিন পরে শপথ ভুলে দুরাচারি,
কাউকেই পরোয়া করে না, এমন স্বেচ্ছাচারী।


প্রাণান্ত চেষ্টা করেও হয় না কোনো সংশোধন,
সাজানো উদ্যানে চালায় ধ্বংসাত্মক আয়োজন।
পুরুষ নিজ গৃহেরাভ্যন্তরে নিজে কতটা লাঞ্ছিত!
সম্মানের ভয়ে কোথাও করে না তা প্রকাশিত!