তাজা ফুলের মতো সেই ধন সোনামণি
অঙ্গারে পুড়ে হয়েছে কয়লার খনি!
বাবা মা জীবিত থেকেও তারা অনাদরে,
দুঃখ কষ্টে চাঁদ বদনে শুধুই অশ্রু ঝরে!
মন প্রাণ খুলে হাসে না আর থাকে অর্ধাহার,
তুলতুলে গালটি শুকিয়ে হয়েছে কঙ্কালসার!


এতটুক বয়সে এতো বেদনা কীভাবে সয়?
ঘাত প্রতিঘাতে জর্জরিত পায় নাকো বিনয়।
বাবা তাদের মেটায় সব আবদার, অপূর্ণতা
কিন্তু পারেনা শুধু পূরণ করতে মায়ের শূন্যতা!
পিতার সব থেকেও যেনো তারা কত অসহায়!
কারণ তাদের মাতা পিতা আজ একত্রে নাই।


জীবন এমন হবে, কভু ভাবিনি তারা লেশ!
এই বয়সেই ভেতরে দুশ্চিন্তা করেছে প্রবেশ।
দুই নৌকায় পা রেখে চলার মত কষ্টসাধ্য
ব্যাপার মেনে নিয়ে চলতে তারা নিতান্ত বাধ্য!
হে খোদা ধৈর্য ও প্রশান্তি দাও অবোধ শিশুর মনে,
রক্ষা করো তুমিই একমাত্র রক্ষাকর্তা এই ভুবণে।