ভগ্ন শরীর, বয়সের ভার, অঙ্গে নোংরা বসন
দুঃখ করে না স্পর্শ, আবেগ যার নিয়ন্ত্রণ!
রাস্তার পাশে গাছের নিচে সেথায় তার সংসার,
সেথা তার রান্না খাওয়া, সেথা করে রাত পার!


ঝড় বৃষ্টির সময়ে পাশের দোকানের বারান্দায়,
কোন রকম কষ্টে শিষ্টে সেথা নেয় সে আশ্রয়!
উৎসব আয়োজনে সবাই পরিজন নিয়ে,
কত আনন্দে কাটায় আপন আলয়ে গিয়ে ৷


পাশে কেউ তো নেই ধরলে কোন রোগ-শোক!
ওই মানুষটি দুঃখীজনের বাঁচার প্রেরণা হোক ৷
নতুন পোষাকের গন্ধে তার মনটা হয়না রঙিন,
দেখে কভু যায় না বুঝা জীবন কত সঙিন!


আপনজনের পায় না পরশ, হয়না ভালো রান্না ৷
কারো কাছে হাত বাড়িয়ে কভু কিছু চান না ৷
শীতের দিনে কষ্ট করেন, নেই গরম পোষাক,
জীবনটা তার জ্বলে পুড়ে হয়েছে হয়ত খাক!


জীবনের সব আকাঙ্খা হয়ে গেছে বরবাদ!
দেখে তবু মনে হয় মনে নেই কী কোন স্বাদ?
রাস্তার যত মানুষ চেয়ে দেখে সব অপলক
ওই মানুষটি দুঃখীজনের বাঁচার প্রেরণা হোক ৷