মানব মন একটি পণ‍্যশালা
মুখ তার দ্বার,
বুঝা যায় ভেতরে কী আছে
হলে কথা বার।


অন‍্যের পণ্যের কখনো যেন
করো না বদনাম,
নিজের পণ্যের করো প্রচার
থাকে যদি দাম।


উত্তম পণ্য দিয়ে সদা তাকে
রাখো সুসজ্জিত,
তার ছোঁয়ায় চারদিক হয়ে
উঠুক সুশোভিত।


সর্বদা পরিস্কার রাখো, হতে
দিও না দুষিত,
হলে, দ্বার বন্ধ রাখ চারপাশ
করো না কলুষিত।