ছোট্টশিশু বাজারে গেলে করে শুধু খায় খায়,
অবান্তর আবদারে তারা এটা চায় ওটা চায়।
শখ করে সন্তানেরা হাত দেয় ওটাতে এটাতে,
সব বাবারাই চান সন্তানের আবদার মেটাতে।


নতুন বসন দেখে প্রলুব্ধ হয়েও হর্ষে লাফায়!
কিনে দিলে বাবা, আনন্দে গায়ে তা চাপায়।
বাবার পকেটের অবস্থা বুঝতে অক্ষম তার মন,
এ বয়সে খুব কষ্ট, করতে পারা লোভ সংবরণ!


প্রশ্ন মনে "বাবাদের মনটা কেন শিশুর মত নয়?"
সাধ কীভাবে করে দমন, কেন তারা এমন হয়?
শৈশবে বুঝতাম না, সে কেন কিছু দেন না গালে?
বা কী অসুবিধা হয় গায়ে নতুন পোশাক চাপালে?


এখন ধারণা করি, তারা কিছু মুখে দিলে বোধহয়,
সে সময় কোনো  মুখ মনের আরশিতে হয় উদয়।


২৯/০৩/২০১৯