সব মানুষের মুখের ভেতর ওই মুখটি খাসা,
কাঁধে লাঙ্গল-জোয়াল সে আমার দেশের চাষা।
সব মানুষের মুখের ভেতর ওই মুখটি হাসে,
দেখলেই মনে হয় পানিতে শাপলা ভাসে।


কচি ধানের মায়া জড়ানো, ওইটি চাষার মুখ,
দেখলে পরে নেত্র জুড়ায়, খুশিতে ভরে বুক।
সে যে আমার দেশের সাধক, আমার দেশের ধন,
অঙ্গ ওদের কালো হলেও সাদা-সিধে মন।


ঝড়-বৃষ্টি-রোদ-দুপুরে ওদের নেইকো অবসান,
শত কষ্ট করেও ওদের হাসি-খুশি ভরা প্রাণ।
মাথার ঘাম পায়ে ফেলে ফসল ফলায় ওরা,
তবুও ওদের মুখটিতে ভাই সদাই খুশি ভরা।


দালান-কোঠা নেইকো ওদের কুড়ে ঘরে বাস,
খেজুর পাতার মাদুরে শুয়ে মেটায় মনের আশ।
কে বলেছে ওরা গরীব? কে বলেছে নির্ধন?
ওদের কাছে সবাই ঋণী, ওরাই মহৎ জন।

রচনা : ১২.০২.১৯৯৬ খ্রিঃ
কাব্যগ্রন্থ : "প্রথম বসন্তে ফোটা ফুল"
প্রকাশ : ডিসেম্বর-২০০৭ খ্রিঃ