কে ওগো পড়ন্ত বৈকালে     ছায়াদার নিকুঞ্জ তলে
          বসি পড়িতেছো মোর কবিতা
ফুল হাসে খিল্ খিল্         আকাশটা ঝিল্ মিল্
        তার মাঝে কে ওগো আনন্দ লোভিতা?


দখিণা সমীরণ               ভ্রমরের গুঞ্জন
        তার মাঝে বিহ্বল অনুভূিত নিয়া
মোর দিকে চাহ দেখি       কে তুমি বলো দেখি
        বনতলে মোর গান যাও গাহিয়া!

নবীন পত্রে ছাওয়া          তর তর বহে হাওয়া
       সে ঘরে কে পড়ো মোর কবিতা?
হাসে দেখ শতদল         তব দিকে টলমল্-
       চোখে চেয়ে আছে আলোহিত সবিতা।

শুকনো পত্র ঝ'রে          পড়ে বইয়ের প'রে
       ফু দিয়ে উড়িয়ে দাও তারে
কে গো করো গুঞ্জন        প্রাণ করে উচাটন
       একা একা বসি অরণ্য ধারে?

পার্থিব ঝামেলা ছাড়ি      নিজ ভুবনে দাও পাড়ি
         কে তুমি বলো দেখি শুনি
রূপালী নদীর বাঁকে       কিচির মিচির পাখি ডাকে
        আমার কবিতার সাথে তার প্রতিধ্বনী!

রচনা : ২৮.০৯.১৯৯৬ খ্রিঃ
কাব্যগ্রন্থ : "প্রথম বসন্তে ফোটা ফুল"
প্রকাশ : ডিসেম্বর-২০০৭ খ্রিঃ